Sylhet Today 24 PRINT

কাশ্মীর সফরে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৯

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সীমান্তে দুই দেশের উত্তেজনা অব্যাহত রয়েছে। পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। এমন অবস্থায় কাশ্মীর সফরের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

কাশ্মীরসহ ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকা সফরের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি, উত্তর তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের পূর্ব দিকের এলাকাগুলি ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে৷

ভারত পাকিস্তান দু’দেশের মধ্যে সাম্প্রতিক তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে নিজের দেশের পর্যটকদের জন্য উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র৷ কোনো পর্যটক কাশ্মীরে এসে যাতে বিপদে না পড়েন, তার জন্য আগেই একটি ট্র্যাভেল অ্যাডভাইসারি বা ভ্রমণ বিষয়ক সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন।

নির্দেশিকায় বলা হয়েছে কোনো মার্কিন নাগরিক যেন কাশ্মীর ভ্রমণে না যান৷ এছাড়া মার্কিন পর্যটকদের ভারত পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের আশেপাশে থাকতে বারণ করা হয়েছে৷ যেকোনো মুহূর্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.