Sylhet Today 24 PRINT

ভারত-রাশিয়া ৩০০ কোটি ডলারের সাবমেরিন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৯

পাকিস্তানের সঙ্গে চলমান সংকটের মধ্যে রাশিয়ার সঙ্গে ৩০০ কোটি ডলারের এক ডুবোজাহাজ (সাবমেরিন) চুক্তি সই করেছে ভারত।

বৃহস্পতিবার ভারত ও রাশিয়া চুক্তিতে সই করে।

চুক্তি অনুসারে, মস্কো নয়াদিল্লিকে ১০ বছরের জন্য একটি পারমাণবিক ডুবোজাহাজ লিজ দেবে। বিনিময়ে ভারত দেবে ৩০০ কোটি ডলার, যা প্রায় ২১ হাজার কোটি ভারতীয় রুপির সমান।

রাশিয়ার সঙ্গে নতুন এই প্রতিরক্ষা চুক্তি ভারত মহাসাগরে শক্তি বৃদ্ধি করবে ভারতের। পাকিস্তান ও চীনের বিরুদ্ধে এটি ভারতের কৌশলগত সামর্থ্য বাড়াবে বলে বিশ্লেষকদের মত।

এই নিয়ে রাশিয়ার কাছ থেকে তিনটি পারমাণবিক ডুবোজাহাজ লিজ নিল ভারত। এ ধরনের ডুবোজাহাজ ডিজেলের পরিবর্তে পারমাণবিক চুল্লিতে উৎপাদিত শক্তির মাধ্যমে পরিচালিত হয়।

অক্টোবরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ের চুক্তি স্বাক্ষর করে ভারত। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ওই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ভারত ৫২০ কোটি ডলার খরচ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় ভারত বেশ এগিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.