Sylhet Today 24 PRINT

ছিটমহল বিনিময়ের কৃতিত্ব দাবি করলেন মমতা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৫

বাংলাদেশ-ভারতের দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী ছিটমহল বিনিময়ের চুক্তি স্বাক্ষর করলেও তার পুরো কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সংক্রান্ত খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বৃহস্পতিবার এক প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘ভারতে ৫১টি এবং বাংলাদেশের ভেতরে ১১১টি ছিটমহল হস্তান্তর হয়েছে ৩১ জুলাই রাতে। স্বাধীনতার পর থেকে সবাই বলেছিল হবে হবে। কিন্তু হয়নি। আমাদের মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় এসে পরিবর্তনের কথা দিয়েছিলাম। কথা রেখেছি। এপার বাংলার মানুষ এবং ওপার বাংলার মানুষ আজ স্বাধীনতা পেয়ে গর্বিত, আনন্দিত।’

এরপরেই তিনি দাবি করেন, ‘আমি বাংলাদেশ গিয়েছিলাম। পরে ফিরে এসে ছিটমহলেও গিয়েছিলাম। তার পরেই হস্তান্তর হয়েছে।’

সভা শেষে মমতা সাংবাদিক বৈঠকে জানান, ‘ছিটমহলের উন্নয়নে প্যাকেজ ঘোষণা করা হবে। সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করা হবে।’

এখন কৃতিত্ব দাবি করলেও এই মমতার সরাসরি আপত্তিতেই ভারতের আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিটমহল বিনিময় নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পারেননি। বছর দেড়েক আগেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিটমহল বিনিময় প্রসঙ্গে বলেছিলেন, ‘রাজ্যের এক ইঞ্চি জমিও বাংলাদেশকে ছাড়ব না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.