Sylhet Today 24 PRINT

কাবুল সিরিজ বোমায় ২৪ ঘণ্টায় নিহত ৪০

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে সিরিজ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক শ'র মতো মানুষ। শহরের পুলিশ একাডেমি লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা।

অপর একটি বোমা হামলা চালানো হয় ন্যাটোর সামরিক স্থাপনাকে কেন্দ্র করে। গত ২৪ ঘণ্টায় কাবুলে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায়া এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পুলিশের পোশাক পরে একজন জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালায় শহরের পুলিশ একাডেমি লক্ষ্য করে। ওই হামলায় অন্তত ২৫ জন সেনাসদস্য নিহত হয়। এর কিছু সময় পরই কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ন্যাটোর সামরিক স্থাপনাকে লক্ষ করে জঙ্গিরা বোমা হামলা চালায়। সেখানে হতাহতের সংখ্যা সম্পর্কে সঠিক ধারণা এখনও পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সকালের দিকে শহরের শাহ শহীদ এলাকায় সেনা স্থাপনার কাছে শক্তিশালী ট্রাকবোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়।

ধারণা করা হচ্ছে তালেবানরাই এসব হামলা চালিয়েছে। তবে শুধুমাত্র পুলিশ একাডেমির আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তালেবান।

এদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তালেবানদের ভেতরে তাদের নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব চলছে- সেদিক থেকে নজর সরানোর জন্য একের পর এক বোমা হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.