Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীদের গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৯

অস্ট্রেলিয়ায় একটি নাইটক্লাবের বাইরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

রোববার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে মেলবোর্নের দক্ষিণপূর্বে অবস্থিত লাভ মেশিন নাইটক্লাবের বাইরে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, হতাহতদের মধ্যে তিনজনই নিরাপত্তারক্ষী। অন্যজন ক্লাবে ঢোকার লাইনে দাঁড়িয়ে ছিলেন।

পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু স্ট্যাম্পার বলেছেন, নাইটক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে চলন্ত গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়েছে বলেই মনে হচ্ছে।

গুলিতে আহত ৩৭ বছর বয়সী নিরাপত্তা রক্ষী অ্যারন খালিদ ওসমানির হাসপাতালে মৃত্যুর খবর নিশ্চিত করেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউ এজ। অ্যারনের মুখে গুলি লেগেছিল।

২৮ বছর বয়সী অন্য একজনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৫০ ও ২৯ বছর বয়সী বাকি দুইজনের আঘাত ‘গুরুতর নয়’।

প্রাথমিকভাবে এ গুলির ঘটনাকে সন্ত্রাস-সংশ্লিষ্ট নয় বলেই মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স। গুলির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.