Sylhet Today 24 PRINT

নটর ডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণের ঘোষণা ম্যাক্রোঁর

নিউজ ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৯

পুড়ছে নটর ডেম ক্যাথেড্রাল, অসহায় দৃষ্টিতে দেখছেন ম্যাক্রোঁ। রয়টার্স

প্যারিসের পুড়ে যাওয়া নটর ডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণের ঘোষণা দিয়েয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থলের এই ‘আইকনিক’ স্থাপনায় সোমবার বিকালে আকস্মিকভাবে আগুন লাগে। আগুন পুরো গির্জা ভবনে ছড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সাড়ে আটশ বছরের পুরনো গির্জাটির উঁচু মিনার ও ছাদ ধসে পড়ে। ধ্বংস হয়ে যায় কয়েক শতাব্দির পুরনো ঐহিত্য।

প্রায় আট ঘন্টা ধরে আগুন জ্বলার পর মঙ্গলবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর গির্জার মূল কাঠামো এবং দুটি বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি, রয়টার্স।

মধ্যরাতের একটু আগে ঘটনাস্থলে সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, “সবচেয়ে খারাপ পরিণতি এড়ানো গেছে।”

নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগার খবর পেয়ে তিনি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে ঘটনাস্থলে উপস্থিত হন।

এই গির্জাটি পুনর্নির্মাণের জন্য ফ্রান্স শিগগিরই উদ্যোগ নিবে বলে জানান তিনি। এই উদ্যোগের মধ্যে তহবিল সংগ্রহ ও এই পুনর্নির্মাণ কাজে অংশ নেওয়ার জন্য বিশ্বব্যাপী ‘মেধাবীদের’ প্রতি আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

“সবাইকে সঙ্গে নিয়ে এটি পুনর্নির্মাণ করবো আমরা। এটি নিঃসন্দেহে ফ্রান্সের ভবিষ্যতের অংশ হবে এবং আগামী বছরগুলোতে আমাদের প্রধান প্রকল্প হতে যাচ্ছে,” বলেন ম্যাক্রোঁ।

“নটর ডেম পুনর্নির্মাণ করবো কারণ ফরাসিরা এটিই প্রত্যাশা করে,” বলেন তিনি।

এটি ধার্মিক-অধার্মিক ‘সব ফরাসির’ ক্যাথেড্রাল এবং এটি তাদের জীবনের ‘অন্যতম কেন্দ্র’ বলে মন্তব করেন তিনি।

আগুন নিয়ন্ত্রণে আনার সময় পর্যন্ত গির্জাটির মূল পাথরের কাঠামোটি পুরোপুরি ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.