Sylhet Today 24 PRINT

কঙ্গোয় নৌকাডুবি, নিখোঁজ ১৫০

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৯

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি হ্রদে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড়শ লোক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট ফিলিক্স শিসেকেডি এ কথা জানান, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রেসিডেন্ট দপ্তরের টুইটার একাউন্টে শিসেকেডি বলেন, কিভু হ্রদে ১৫ এপ্রিল (সোমবার) একটি পিরোগউক (স্থানীয় নৌকা) ডুবে যাওয়ার ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫০ জন নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ কিভু প্রদেশের স্থানীয় কর্মী ডেলফিন এমবিরিমবি রয়টার্সকে জানান, নৌকাটি উত্তর কিভু প্রদেশ থেকে রওনা হওয়ার পর কালেহে এলাকার কাছাকাছি এসে ডুবে যায়। তিনটি লাশ ও ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও দেড়শ যাত্রী নিখোঁজ রয়েছেন।

পরিস্থিতির ওপর কড়া নজর রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শিসেকেডি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিশাল বনাচ্ছাদিত কঙ্গোয় প্রধান শহরগুলোর বাইরে সড়কের সংখ্যা অল্প। এখানে নৌকায় অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করার কারণে প্রায়ই প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.