Sylhet Today 24 PRINT

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ মে, ২০১৯

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

জানা যায়, ওই বন্দুকধারী একজন শিক্ষার্থী।

মঙ্গলবার সে বিশ্ববিদ্যালয়ের শার্লট ক্যাম্পাসের একটি ভবনে এ ঘটনা ঘটায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

আহতদের মধ্যে তিন জনের অবস্থা সঙ্কটজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকের এ ঘটনার বিস্তারিত কয়েক ঘণ্টা পরও অস্পষ্ট ছিল।

ক্যাম্পাসের পুলিশ প্রধান জেফ বেকার জানিয়েছেন, পিস্তলধারী এক ব্যক্তি কয়েকজন শিক্ষার্থীকে গুলি করেছে বলে তার জরুরি দপ্তরে ফোন আসে।  ওই কলে সাড়া দিয়ে দুই থেকে তিন জন পুলিশ কর্মকর্তা ওই ভবনে গিয়ে হাজির হন। তারা ওই বন্দুকধারীকে নিরস্ত্র করে তাকে হেফাজতে নিয়ে আসেন বলে জানিয়েছেন বেকার।

মঙ্গলবার রাতে অভিযুক্ত বন্দুকধারীকে ২২ বছর বয়সী ট্রিস্তান অ্যান্ড্রু টেরেল বলে শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে তা বিবেচনাধীন আছে এটুকু জানা গেলেও তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।  

টেলিভিশনের ‍ফুটেজে পুলিশের গাড়ি থেকে লম্বা, ঢ্যাঙা, বাদামী চুলের এক ব্যক্তিকে নামিয়ে পুলিশ স্টেশনে নিতে দেখা গেছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে এবং যারা হতাহত হয়েছেন তারা টেরেলের পূর্বপরিচিত কি না তা পরিষ্কার হয়নি।

স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে ওই বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়টির বর্তমান অথবা সাবেক শিক্ষার্থী বলা হয়েছে।

বেকার বলেন, আমাদের কর্মকর্তাদের পদক্ষেপে অনেকগুলো জীবন রক্ষা পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই।

আগামী রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার রাতে ক্যাম্পাসের ফুটবল স্টেডিয়ামে একটি উন্মুক্ত কনসার্টের আয়োজন ছিল, কিন্তু এ ঘটনার পর তা বাতিল করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.