Sylhet Today 24 PRINT

১৩৬ যাত্রী নিয়ে নদীতে উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ মে, ২০১৯

১৩৬ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রানওয়ে ছেড়ে নদীতে গিয়ে পড়েছে।

শুক্রবার রাতে জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের কাছে সেন্ট জোনস নদীতে গিয়ে পড়ে ওই বাণিজ্যিক বিমান।

এতে অবশ্য হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। এটি কিউবার গুয়ানতানামো বে থেকে উড়ে এসে রানওয়ের শেষ প্রান্তে অবস্থিত সেন্ট জোনস নদীতে গিয়ে পড়ে।

নৌবাহিনীর নিরাপত্তা ও জরুরি উদ্ধার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ওই এয়ার স্টেশনের এক বিবৃতির বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ভাড়া করা উড়োজাহাজ এটি।

জ্যাকসনভিলের মেয়র লেনি কারি এক টুইটে বলেন, এটি মূলত বাণিজ্যিক উড়োজাহাজ। এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকর্মীরা পানিতে উড়োজাহাজের জ্বালানি ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছেন।

উড়োজাহাজটি পানিতে পড়ে যাওয়ার সময় এতে ১৩৬ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন।

জ্যাকসনভিলের শেরিফের অফিস টুইট করে বলেছে, উড়োজাহাজটি পানিতে পড়লেও তা পুরোপুরি ডুবে যায়নি।

স্থানীয় টেলিভিশনের সূত্রে দ্য গার্ডিয়ান জানায়, উড়োজাহাজটি অবতরণের চেষ্টার সময় প্রচণ্ড বজ্রবৃষ্টি হচ্ছিল।

বিমানটি কীভাবে রানওয়ে ছেড়ে নদীতে গিয়ে পড়ল, এখনো সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বোয়িংয়ের একজন মুখপাত্র বলেছেন, দুর্ঘটনা সম্পর্কে তারা অবগত। এ সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.