Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ৫৪ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৫

ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ত্রিগানা এয়ার সার্ভিসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ৫৪ জন আরোহী নিয়ে নিখোঁজ রয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীবাহী বিমানটি রোববার দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া এলাকা থেকে নিখোঁজ হয়।

বিএএসএআরএনএএসের প্রধান বামবাং সোয়েলিসটয়ো ফোনে রয়টার্সকে বলেন, 'বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।'

নিখোঁজ বিমানে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৯ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিল।

উল্লেখ্য,গত বছরের ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি বিমান ১৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল। ওই ঘটনার দুইদিন পর জাভা সাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই ঘটনায় বিমানে থাকা ১৫৫ জন যাত্রী ও সাতজন ক্রুর সবাই নিহত হয়েছিল।

এর আগে গত বছরের ৮ মার্চের প্রথম প্রহরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ হয়। এখন পর্যন্ত ওই বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সম্প্রতি ভারত মহাসাগরে একটি বিমানের ডানার অংশ পাওয়া যায়, যা মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.