Sylhet Today 24 PRINT

ক্যামেরুনে বোকো হারামের হামলায় সৈন্যসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ জুন, ২০১৯

ক্যামেরুনের উত্তরাঞ্চলে চাদ হ্রদে দেশটির একটি দ্বীপে বোকো হারাম জঙ্গিদের হামলায় ১৬ সৈন্যসহ ২৪ জন নিহত হয়েছেন।

বুধবার গোষ্ঠীটির প্রায় ৩০০ জঙ্গি দ্বীপটির দারাক জেলায় হামলা চালায় বলে জানিয়েছেন ক্যামেরুনের কর্মকর্তারা।

দারাকের মেয়র আলি রামাত রয়টার্সকে জানিয়েছেন, জঙ্গিরা রাজধানী ইয়াওনডে থেকে প্রায় ১০০০ কিলোমিটার উত্তরের ওই দ্বীপটির আটটি সেনা শিবিরে হামলা চালান।

দেশটির সামরিক সূত্রগুলো মন্তব্য করেছে, এটি গত কয়েক বছরের মধ্যে ক্যামেরুনে চালানো বোকো হারামের সবচেয়ে নৃশংস হামলাগুলোর মধ্যে একটি।   

এ সময় কয়েক ঘণ্টা স্থায়ী এক বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছেন বলে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কট্টর ইসলামি শরিয়া আইনভিত্তিক একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষে প্রায় এক দশক ধরে লড়াই করছে জঙ্গি এই গোষ্ঠীটি। তাদের এ লড়াইয়ে ওই অঞ্চলের ৩০ হাজার লোক নিহত ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন। গোষ্ঠীটির জঙ্গিরা প্রায়ই নাইজেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও চাদে হামলা চালিয়ে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.