Sylhet Today 24 PRINT

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জুন, ২০১৯

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২২ জন।

সোমবার দেশটির সিচুয়ান প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬।

ভূমিকম্পে ভবনধসের ঘটনা ঘটেছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করেছে উদ্ধারকারী দল।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, সিচুয়ানের ইয়েবিন শহরের বাইরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলের গভীরতা ১৬ কিলোমিটার।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত একটি হোটেল ধসে পড়েছে। এতে হতাহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।

ভূমিকম্পে কয়েকটি হাইওয়েতে চিড় ধরেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

ইয়েবিন সিটি কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং সাইট ওয়েবুতে জানিয়েছে, চেনজিং কাউন্টিতে ৮ জন নিহত হয়েছে। কুইজিয়ান কাউন্টিতে নিহত হয়েছেন তিনজন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর আরও কয়েক দফা ভূমিকম্প হয়। মূল ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

উল্লেখ্য, সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের ঘটনা নতুন নয়। ২০০৮ সালে অঞ্চলটিতে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.