Sylhet Today 24 PRINT

পথ পরিবর্তনের অনুমতি চেয়েছিল ফ্লাইট QZ8501

ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় মাঝপথে নিখোঁজ হয়েগেল গোটা একটা বিমান। রবিবার সকাল থেকে খোঁজ নেই এয়ার এশিয়ার ফ্লাইট QZ8501বিমানটির।

নিউজ ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৪

ফাইল ছবি

ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় মাঝপথে নিখোঁজ হয়েগেল গোটা একটা বিমান। রবিবার সকাল থেকে খোঁজ নেই এয়ার এশিয়ার ফ্লাইট QZ8501বিমানটির।
বিমানটি তাংজাং পান্ডান শহরের কাছে নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। বিমানটি তার উড়ানের নির্দ্ধারিত পথ পরিবর্তন করার অনুমতি চেয়েছিল।

৩২,০০০ ফুটে উড়ছিল বিমানটি। কিন্তু ঘন মেঘের কারণে  ৩৮,০০০ উচ্চতায় ওড়ার অনুমতি চেয়েছিল পাইলট। তারপরই ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.