Sylhet Today 24 PRINT

ইস্টার সানডেতে হামলা: শ্রীলঙ্কার পুলিশ প্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৯

ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলা প্রতিরোধে ব্যর্থ শ্রীলঙ্কার ‍পুলিশ প্রধান এবং সাবেক প্রতিরক্ষা সচিবকে দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা তাদের গ্রেপ্তারের খবর দেন বলে জানায় এনডিটিভি।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল সোমবার পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনার পর তাদের গ্রেপ্তার করা হয়।

কিন্তু দুইজনই এখন ভিন্ন দুইটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গোয়েন্দারা গ্রেপ্তার করতে গেলে দুইজনই অসুস্থ হয়ে পড়েন বলে জানান গুনাসেকারা।

তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।

সোমবার অ্যাটর্নি জেনারেল দাপুলা ডি লিভেরা বলেন, তারা ইস্টার সানডেতে হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছেন।

তিনি ভারপ্রাপ্ত পুলিশ প্রধানের কাছে এক চিঠিতে ওই দুই জনকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা উচিত বলেও মত প্রকাশ করেন। তাদের অবহেলার কারণেই এত প্রাণহানি হয়েছে। তাদের এ অবহেলা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের সামিল।”

প্রসঙ্গত, ২১ এপ্রিল ইস্টার সানডের পরবের মধ্যে শ্রীলঙ্কায় দুই দফায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় বোমা হামলায় ২৫৮ জনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.