Sylhet Today 24 PRINT

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ জুলাই, ২০১৯

পাকিস্তানে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৫ জন।

দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে দেশটির ওয়ালহার রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায় আকবর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন। হতাহতের অনেকে ট্রেনের মধ্য আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা করা হয়েছ।

ডেপুটি কমিশনার রহিম ইয়ার খান বলেন, সব যাত্রীদেরকে স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। ট্রেনে আটকাপড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

পুলিশ মুখপাত্র জানান, কয়েকটি সংস্থা মিলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, জেলার অনেক জায়গা থেকে সেখানে অ্যাম্বুলেন্স অবস্থান করছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এক টুইট বার্তায় তিনি বলেন, সাদিকাবাদের ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। হতাহতদের পরিবারের জন্য আমার সমবেদনা। প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ইতোমধ্যে আমি রেলমন্ত্রীকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।

দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ। তিনি বলেন, অবহেলার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। ইতোমধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.