Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৯

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গাড়িতে করে যাওয়ার সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সাত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে কান্দাহার প্রদেশের খাকরেজ জেলায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সরকার ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় আরও ৩৪ জন নারী ও শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা। আহতদের মধ্যে ২২টি শিশু ও আট নারীর জখম গুরুতর বলে জানিয়েছেন তিনি।

হতাহতরা সবাই সাহাবি সুফি শাহ আগার মাজার জিয়ারত করতে যাচ্ছিল।

অপর এক ঘটনায় লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে একটি মসজিদের ভিতরে বিস্ফোরণে তিন তালেবান যোদ্ধা ও তিন শিশুসহ ১১ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন লোগার প্রাদেশিক পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এ দুটি হামলার দায় স্বীকার করেনি।

তালেবান যোদ্ধারা জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীগুলোর ওপর আক্রমণ করতে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও স্থলমাইন ব্যবহার করে, কিন্তু বেসামরিকরা প্রায়ই এগুলোর শিকার হয়ে আঘাত পায় অথবা নিহত হয়।

উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে রোববার আরেকটি স্থলমাইন বিস্ফোরণে দুটি শিশু নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বছরের পর বছর ধরে চলা লড়াইয়ের কারণে আফগানিস্তানের বিভিন্ন স্থানে স্থলমাইন ছড়িয়ে ছিটিয়ে আছে। খেলতে গিয়ে কৌতুহলি শিশুরা প্রায়ই এগুলো হাতে নেওয়ার চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.