Sylhet Today 24 PRINT

মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৯

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে চার তলা একটি ভবন ধসে ১৪ জন নিহত ও ধ্বংসস্তূপের নিচে আরও অনেক লোক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঘনবসতিপূর্ণ ডোংরি আবাসিক এলাকায় ভবনটি ভেঙে পড়ে।

বুধবার (১৭ জুলাই) শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি শিশুসহ নয় জনকে উদ্ধার করা হয়েছে।

ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল।

মঙ্গলবার রাতভর উদ্ধারকাজ অব্যাহত ছিল। জীর্ণ ভবনে ভরা ও সরু রাস্তার এই এলাকাটি গত সপ্তাহের ভারি বৃষ্টিপাতে ডুবে গিয়েছিল।

ভবনটি ধসে পড়তে দেখা এক কিশোর এনডিটিভিকে জানিয়েছে, আমরা বিকট একটা শব্দ শুনি। ‘বিল্ডিংটা পড়ে যাচ্ছে, বিল্ডিংটা পড়ে যাচ্ছে’ বলে সবাই চিৎকার করছিল। আমি দৌঁড় দেই। বড় ভূমিকম্পের মতো মনে হয়েছিল।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, এই ভবনটি অবশ্যই ৯০-১০০ বছর পুরনো হবে। আমি কয়েকটি শিশুর লাশ দেখেছি। ভবনটিতে সাত থেকে আটটি পরিবার থাকতো।

এলাকার রাস্তাটি সরু হওয়ায় উদ্ধারকারী ভারী মেশিনপত্র সেখানে নেওয়া সম্ভব হয়নি। উদ্ধারকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা হাতে হাতে ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.