Sylhet Today 24 PRINT

বিল গেটসকে টপকে বার্নার্ড এখন দ্বিতীয় শীর্ষ ধনী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৯

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় গত সাত বছরে কখনো মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে তৃতীয় স্থানে নামানো যায়নি। বরাবরই তিনি প্রথম কিংবা দ্বিতীয় স্থানে থাকতেন।

তবে এবার চিত্র ভিন্ন। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসকে পেছনে ফেললেন ফ্রান্সের বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট।

বিল গেটসকে এবার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে নামিয়ে আনলেন আর্নল্ট। মঙ্গলবার এলভিএমএইচের সিইও বার্নার্ড তাঁর নেট আয়ের পরিমাণ ১০৭.৬ বিলিয়ন ডলারে উন্নীত করার রেকর্ড গড়েন।

এর ফলে বিল গেটসের আয়ের চেয়ে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অঙ্কে এগিয়ে গেলেন আর্নল্ট। বুধবার ওই কোম্পানির শেয়ার আরো লাভ বাড়িয়েছে, প্যারিসের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে এলভিএমএইচের ০.৭ শতাংশ শেয়ার বৃদ্ধি হয়।

আর্নল্ট একাই ৩৯ বিলিয়ন ডলার উপার্জন করে ২০১৯ সালে এককভাবে সবচেয়ে লাভবান ব্যক্তি হন এবং ব্লুমবার্গের বিশ্বের সেরা ৫০০ ব্যক্তির তালিকায় নিজেকে দ্বিতীয় স্থানে তুলে নিয়ে আসেন। বিলিওনেয়ারদের এই তালিকায় ৭০ বছরের আর্নল্টের আগে প্রথম স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.