Sylhet Today 24 PRINT

ক্রাইস্টচার্চে হতাহতদের পরিবারের ২০০ জনকে হজ করাবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় নিহতদের পরিবারের ২শ সদস্যকে হজ করার সুযোগ করে দিচ্ছে সৌদি। হজ উপলক্ষে তাদের সৌদিতে স্বাগত জানানো হবে। বুধবার (১৭ জুলাই) সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এসপিএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ একটি নির্বাহী আদেশ জারি করেছেন। ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারের সদস্যরা যেন ঠিকভাবে হজ পালন করতে পারেন সে বিষয়ে আদেশ দিয়েছেন বাদশাহ সালমান। আর এক্ষেত্রে সব ব্যয়ভার বহন করবে রিয়াদ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতদের পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে এই পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান নিশ্চিত করা হল।

গত মার্চে ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। শুক্রবার জুমার সময় নামাজরত মুসল্লিদের ওপর ওই হামলা চালানো হয়। এতে ৫১ জন নিহত এবং আরও ৪৯ জন আহত হয়। বেন্টন ট্যারেন্ট নামে ২৮ বছর বয়সী এক অস্ট্রেলীয় নাগরিক ওই হামলা চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.