Sylhet Today 24 PRINT

পাকিস্তানে দুই দফা বোমা হামলায় ৬ পুলিশসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ জুলাই, ২০১৯

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দফা বোমা হামলায় ছয়জন পুলিশ সদস্যসহ দশজন নিহত হয়েছেন।

রোববার (২১ জুলাই) সকালে ডেরা ইসমাইল খানে এক বেসামরিক হাসপাতালে চালানো হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। খবর: ভয়েস অব আমেরিকা।

দেশটির পুলিশ বলছে, আত্মঘাতী হামলাটি করেছেন একজন নারী। তবে তদন্তের স্বার্থে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত তেহরিক ই তালেবান (টিটিপি) পাকিস্তান।

জেলা পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ জানান, স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে রাস্তার পাশে একটি চেক পয়েন্টে মোটরসাইকেলে করে এসে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুই পুলিশ সদস্য নিহত হন।

তিনি জানান, হতাহতদের একটি বেসামরিক হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে আত্মঘাতী বোমা হামলা করেন এক নারী। এসময় চার পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নিহত হন। বেসামরিক তিনজন তাদের আহত আত্মীয়দের দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

বিস্ফোরণে হাসপাতালটির জরুরি বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ কারণে বাধ্য হয়ে আহতদের মধ্যে কয়েকজনকে অন্যান্য শহরের হাসপাতালগুলোতে পাঠাতে হয়েছে বলে জানান তিনি।

টিটিপির হয়ে মুহাম্মদ খুরসানি নামের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেছেন। এক মাস আগে সন্ত্রাস বিরোধী পুলিশের অভিযানে টিটিপির দুই কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.