Sylhet Today 24 PRINT

নেপালে সংঘর্ষে নিহত ৮, সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৫

নেপালের রাজনৈতিক সংঘর্ষে অন্তত আটজনের মৃত্যুর পর দেশটিতে সেনা মোতায়েন করা হয়েছে।

নিহতদের মধ্যে ৭জন পুলিশ সদস্য ও একজন শিশু রয়েছে।

নেপালের পশ্চিমাঞ্চলীয় শহরে নতুন সংবিধানের বিরুদ্ধে থারু সম্প্রদায়ের কিছু মানুষ তাদের অধিকারের দাবীতে বিক্ষোভ করছিল।

কারফিউ ভঙ্গ করে ওই সম্প্রদায়ের মানুষ যখন বিক্ষোভ করছিল তখন বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই সংঘর্ষের জন্য বিক্ষোভকারীদের দায়ী করে বলেছেন, বিক্ষোভকারীরা দা, কুড়াল, বর্শা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এমনকি কয়েকজন পুলিশকে জীবন্তও পুড়িয়েছে তারা।

যদিও সংঘর্ষে কোনও বিক্ষোভকারী নিহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি।

নেপালে নতুন যে সংবিধান হয়েছে তাতে থারু সম্প্রদায়ের মানুষেরা বৈষম্যের শিকার হবে তাই এর বিরুদ্ধে কদিন ধরেই বিক্ষোভ করে আসছে ওই সম্প্রদায়ের মানুষ।

খবর: বিবিসি বাংলা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.