Sylhet Today 24 PRINT

আল আকসা মসজিদে ঈদের নামাজে হামলা চালিয়েছে ইসরায়েল

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০১৯

জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। আজ রোববার ফিলিস্তিনের মুসলিমরা ঈদ-উল-আজহা পালন করছেন। হাজারো ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন। নামাজরত মুসল্লিদের ওপর চালায় ইসরায়েলের পুলিশ।  

ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর চালানো হয়। এই হামলায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত তা নিশ্চিত করে জানায়নি তারা।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেকক্রসের ফিলিস্তিন শাখা জানিয়েছে, ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। রোববার ফিলিস্তিনের মুসলিমরা ঈদ উল আজহা পালন করছেন। হাজারো ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.