Sylhet Today 24 PRINT

ঈদের শুভেচ্ছা জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ আগস্ট, ২০১৯

যুক্তরাজ্যের ৩৩ লাখ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেন, যুক্তরাজ্যের সাফল্যে ব্রিটিশ মুসলিমদের অনেক অবদান রয়েছে।

জনসন বলেন, ‘ব্যবসা থেকে শুরু করে, আমাদের সরকারি খাত, সংস্কৃতি ও গণমাধ্যম, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইংল্যান্ডের বিশ্বজয়ী ক্রিকেট দল সবখানেই মুসলিমদের অবদান রয়েছে।

ব্রিটিশ চ্যান্সেলর সাজিদ জাভিদকে উল্লেখ করে তিনি বলেন, সরকারের শীর্ষ পর্যায়েও মুসলিমরা অবদান রেখে চলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ঈদ নয়, পুরো বছরজুড়েই দুর্দশাগ্রস্তদের পাশে মুসলিমরা দাঁড়ান, দারুণ সৌজন্যবোধ দেখান। আমার মনে হয় আমরা তাদের জন্যই এই দিনটা সুন্দর করে কাটাতে পারি।

জনসন বলেন, শুধু ব্রিটেন নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম যারা ঈদ পালন করছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চান তিনি।

তিনি বলেন, ‘প্রতিদিনই আমরা ব্রিটিশ মুসলিমদের কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি এক টুইটে বলেন, ‘ঈদ মোবারক। আমি অনেক খেয়েছি এবং পরিবারের সঙ্গে দারুণ একটি দিন কাটিয়েছি।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন ঈদে পারস্পরিক ভালোবাসা সম্মান অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, হাজীরা হজ পালন করেছেন। আমরা ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগ মনে করে সব দেশ ও জাতি এক হতে চাই।

তিনি বলেন, ‘ইতিহাসের কঠিনতম সময়ে আমরা দেখেছি ও শিখেছি কিভাবে সবগুলো জাতি এক হয়ে যায়। আমাদের এই বৈচিত্রতাকে সামনে রেখে কিভাবে পরষ্পরকে সহায়তা করে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়া যায় সেটা লক্ষ্য রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.