Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে কাঁপল কাশ্মির

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৯

ছবি: প্রতীকী

কাশ্মিরে মাঝারি ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকেলের ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.২। রাত পর্যন্ত ভূমিকম্পে কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

সূত্রের খবর, বিকেল ৪.২০ মিনিটে ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল লেহসেন্টার।

এদিন দিনের শুরুতে মহারাষ্ট্রের পহেলগড় ভূমিকম্পে কেঁপে ওঠে। তারও তীব্রতা ছিল কম। ভোর ৫.৩৮ মিনিটে এই মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ে ৩.২। গত জুলাই মাসের গোড়াতেও ৩.৬ থেকে ৩.৮ কম্পাঙ্কের একাধিক মৃদু ভূমিকম্প হয়েছে পহেলগড়ে।

এরআগে, এমাসের ৯ আগস্ট আরও একবার ভূমিকম্পে কেঁপে ওঠেছিল কাশ্মির। সেদিন রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ছিল ৪.৬। এপিসেন্টার ছিল নেপাল সীমান্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.