Sylhet Today 24 PRINT

আইরিশ সেই কিশোরীর মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৯

মালয়েশিয়ার একটি অবকাশ কেন্দ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া আইরিশ কিশোরী নোরা আনে কুয়োরিনের (১৫) মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার নিখোঁজ হওয়া অবকাশ কেন্দ্রটি থেকে আড়াই কিলোমিটার দূরে তার পোশাকহীন মরদেহ খুঁজে পায় পুলিশ। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বুধবার সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ মাত ইউসুফ।

বাবা-মায়ের সঙ্গে মালয়েশিয়ায় বেড়াতে যাওয়ার পর গত ৪ আগস্ট কুয়ালালামপুর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে জঙ্গলের মধ্যে অবস্থিত দুসান রেইনফরেস্ট অবকাশ কেন্দ্র থেকে নিখোঁজ হয় নোরা। জন্ম থেকেই অস্বাভাবিক শিশু ছিল নোরা। শুনতে পেতে সমস্যা হতো তার। গত সপ্তাহে তার পরিবারের তরফে জানানো হয় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতা থাকলেও কখনো একা বের হয়নি সে।

নোরা হারিয়ে যাওয়ার পর এই ঘটনা বিশ্বব্যাপী নজর কাড়তে সক্ষম হয়।

মঙ্গলবার মালয়েশিয়ার পুলিশ জানায়, জঙ্গলের একটি নদীর প্রবাহের পাশে নোরার মরদেহ পাওয়ার পর তা তুলে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ মাত ইউসুফ জানিয়েছেন, পরিবারের সদস্য ডেকে নিয়ে আসা হলে তারা মরদেহটি নোরার বলে চিহ্নিত করেছেন।

নোরার নিখোঁচের ঘটনায় অপরাধ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপ পুলিশ প্রধান মাজলান মনসুর। তবে প্রাথমিক তদন্তে অপরাধী আচরণের প্রমাণ না পাওয়ার কথা জানায় দেশটির পুলিশ।

নোরার বাবা সিবাস্তিয়ান ফরাসি নাগরিক। তিনি লন্ডনে একটি আমেরিকান অটোমেশন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেন। আর মা মিয়াব বেলফাস্টের বাসিন্দা। লন্ডনের একটি কনজ্যুমার ডাটা ইন্টিলিজেন্স প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.