Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে টিভি সাংবাদিক হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৫

যুক্তরাষ্ট্রে টেলিভিশনে লাইভ সাক্ষাতকার চলার সময় দুজন সাংবাদিককে গুলি করে হত্যার জন্য দায়ী ব্যক্তি নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বলছে, সন্দেহভাজন আততায়ী নিজেও ঐ চ্যানেলের একজন সাবেক রিপোর্টার ভেস্টার লী ফ্লান্যগান।

হত্যাকান্ডের পর পুলিশ অভিযান চালালে হামলাকারী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তার গাড়ি ধাওয়া করলে তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বুধবার সকালে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মনেটা শহরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় নিহতরা হলেন টিভি রিপোর্টার অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড।

তারা ডব্লিউডিবিজে নামক একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন ।

চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, রিপোর্টার অ্যালিসন পার্কার এবং ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড ঘটনাস্থলেই নিহত হন।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে ওই নারী সাংবাদিক তার অতিথির সাক্ষাতকার নেয়ার আগে হাসিঠাট্টা করছিলেন।

এর পরপরই কয়েক দফা গুলির শব্দ। সঙ্গে সঙ্গে চিৎকার শোনা যায় এবং সাংবাদিক লুটিয়ে পড়েন।

ক্যামেরাটিও মাটিতে পড়ে যায়। তবে তখনও ক্যামেরা চলছিল।

এতে দেখা যায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করে চলে যান।
তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

সুত্র: বিবিস বাংলা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.