Sylhet Today 24 PRINT

মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৯

মিয়ানমারের দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার কয়েক দিনের টানা বৃষ্টিপাতের পর মোন রাজ্যে ভূমিধসের ঘটনাটি ঘটেছিল।

কিন্তু প্রবল বৃষ্টি ও কাদার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় বলে জানিয়েছে বিবিসি।

ভূমিধসে পাউং শহর সংলগ্ন একটি গ্রামের ২৭টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ অব্যাহত আছে।

চলতি বর্ষা ঋতুতে বৃষ্টিপাতে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, বহু সেতু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, দেশজুড়ে দুর্গত ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের অনেকগুলো রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মোন রাজ্যেই সবচেয়ে বেশি।

সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো মোন রাজ্য পরিদর্শন করেছেন।

এ সময় উদ্ধারকাজ জোরদার করার জন্য আরও নৌকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.