Sylhet Today 24 PRINT

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্রেক্সিট চুক্তির সুযোগ নষ্টের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৯

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নতুন ব্রেক্সিট চুক্তির সুযোগ নষ্ট করার অভিযোগ এনেছেন সাবেক অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।

হ্যামন্ডের অভিযোগ, ইউরোপিয়ান ইউনিয়ন কোনো ব্রিটিশ প্রস্তাব গ্রহণ করবে না এমন ধারণা দিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি ছাড়াই ৩১ অক্টোবরের মধ্যে ইইউ ত্যাগের পরিকল্পনা করছেন।

টাইম পত্রিকার নিবন্ধে তিনি অভিযোগ করেন, নো ডিল ব্রেক্সিট ২০১৬ সালের গণভোটের রায়ের প্রতি অবমাননা।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হ্যামন্ডের সর্বাত্মক বিরোধিতা সত্ত্বেও ব্রিটেন নির্ধারিত সময়ের মধ্যেই ইইউ ত্যাগ করবে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে প্রস্তাবিত ব্রেক্সিট পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইউরোপিয়ান ইউনিয়ন।

ইইউ এর প্রধান ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার আয়ারল্যান্ডের ব্যাক স্টপ নিশ্চয়তা প্রত্যাহারে বরিস জনসনের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন। একই বিষয়ে বরিস ইইউ কমিশন প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদঁ জাংকারের সঙ্গেও টেলিফোন আলাপ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.