Sylhet Today 24 PRINT

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ আসছেন ১৯ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৯

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার (১৯ আগস্ট) প্রথম বিদেশ সফরে বাংলাদেশ আসছেন এস. জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তার এ সফর। ১৯-২১ তারিখ তিনি ঢাকা সফরে থাকবেন বলে জানা যায়।

সূত্র জানায়, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জয়শঙ্করের ঢাকা সফর হবে শুভেচ্ছা সফর। ইতোমধ্যেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

জয়শঙ্করকে ঢাকায় আসার জন্য গত মাসে দিল্লিতে তার অফিসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.