Sylhet Today 24 PRINT

এভারেস্ট রুট মেরামত শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এভারেস্টের ঝুকিপূর্ণ একটি রুট মেরামতের কাজ শুরু করেছে নেপালের কয়েকজন বিশেষজ্ঞ শেরপা পর্বতারোহী।

গত এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এভারেস্টের পথে ওই রুটে থাকা অন্তত ১৮ পর্বতারোহী ও তাদের সহায়তায় থাকা গাইড ও কর্মী নিহত হয়েছিলো।

ওই রুটটির নাম কুম্বু আইসফল।

এখন আইসফল ডক্টর নামে পরিচিতি একটি টীম জরিপের কাজ শুরু করেছে।

উঁচু পর্বতে আরোহনের সময় বিভিন্ন স্থানে বরফে বড় ধরনের ফাটল থাকলে সাধারনত রশি বা মই সংযুক্ত করে আরোহীদের যাত্রাপথ সুগম করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রুটে সেই ধরনের রশিগেুলো স্থাপনে আইসফল ডক্টরদের বিকল্প নেই।

আইসফল ডক্টরদের নেতৃত্বে থাকা অং কামি শেরপা বলেছেন গ্রাউন্ড সার্ভে করার পর তারা রশি স্থাপন ( রোপ ফিক্সিং) এর কাজ শুরু করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.