Sylhet Today 24 PRINT

ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৯

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

ফ্রান্সের লিওনে ছুরিকাঘাতে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৯ জন। পুলিশ একে ছুরি হামলা বলে সন্দেহ করছে। ওই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারও করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেলে ভিলেউরবানের লরেন্ট বনেভ্যায় মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। স্পেশালিস্ট ট্যাকটিক্যাল পুলিশের একটি রেইড ইউনিটের পাশাপাশি ৫০ দমকলকর্মী ঘটনাস্থলে অবস্থান করছে। এখনও এই ঘটনার উদ্দেশ্য স্পষ্ট নয়।

টুইটারে পোস্ট করা ভিডিওতে পথচারীদের হাতে ধরা পড়া সন্দেহভাজনদের একজনকে দেখা গেছে। তবে পুলিশ ন্যাশনাল ৬৯ এর টুইটার অ্যাকাউন্ট থেকে স্থানীয়দেরকে পুলিশের কাজে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানানো হয়েছে। ভুয়া খবর না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে

পুলিশ জানায়, সন্দেহভাজন দ্বিতীয় হামলারকারীকে খুঁজছে পুলিশ। নিহতের বয়স ১৯ বছর। শনিবার একটি বাস স্টপে হামলা চালিয়ে ওই হামলাকারী পাতাল স্টেশনে পালানোর চেষ্টা করছিলো। সেসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

রয়টার্স জানায়, এখনও ওই স্থানে হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.