Sylhet Today 24 PRINT

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৯

ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ও রেড ক্রস কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

চার বছরেরও বেশি সময় ধরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সুন্নি মুসলিম জোটটি জানিয়েছে, ধামারে হামলা চালিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস করে দিয়েছে তারা।

রোববার ধ্বংস হয়ে যাওয়া কারাগারটি ও ধামারের হাসপাতালগুলো পরিদর্শন করে এসে ইয়েমেন রেড ক্রসের প্রধান ফ্রাঞ্জ রাউচেনস্টেইন জানিয়েছেন, শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে অনুমান করছি।

এর আগে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কারাগারটির ধ্বংসস্তূপ থেকে অন্তত ৬০টি মৃতদেহ বের করে আনা হয়েছে।

ওই কারাগারটিতে ১৭০ জন বন্দি ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

টেলিফোনে রয়টার্সকে বলেছেন রাউচেনস্টেইন বলেন, তিনটি ভবনে আঘাত হানা হয়েছে। এই ভবনগুলোতেই বন্দিদের রাখা হয়েছিল। তাদের অধিকাংশজনই নিহত হয়েছেন।

ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটি ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলো বের করে আনার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিনি। প্রায় ৫০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ৫২ জন বন্দি রয়েছেন বলে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের ইয়েমেন দপ্তর জানিয়েছে। এখনও অন্তত ৬৮ জন বন্দি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তারা।

এক বিবৃতিতে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ বলেছেন, (সৌদি) জোট এ ঘটনার বিষয়ে তদন্ত করবে বলে আশা করছি আমি। জবাবদিহিতা চালু হওয়া দরকার।

কারাগারটিতে ছয়বার বিমান হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, শক্তিশালী বিস্ফোরণগুলোতে পুরো শহর কেঁপে উঠেছে। এরপর ভোর পর্যন্ত অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.