Sylhet Today 24 PRINT

নিউ জিল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনা, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বহু পর্যটকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে অন্তত ৫ জন নিহত ও ৬ জন আহতের খবর নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড হেরাল্ড ও এএফপি।

এদিকে দেশটির পুলিশ জানিয়েছে, জনপ্রিয় পর্যটন শহর রোটোরুয়া থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমের একটি হাইওয়েতে ওই বাসটি দুর্ঘটনার শিকার হয়। এটি হাইওয়েতে উল্টে গেলে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, পাঁচটি অ্যাম্বুলেন্স এবং পাঁচটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে দু'জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে ওই বাসের নিহত যাত্রীদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

অন্যদিকে বাসটিতে ২৭ জন যাত্রী ছিলেন বলে নিউ জিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়েছে। স্থানীয় খবরে বলা হয়েছে যাত্রীদের মধ্যে কয়েকজন চীনা পর্যটক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.