Sylhet Today 24 PRINT

অ্যামাজনে আগুন: বন রক্ষায় ৭ দেশের চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

অ্যামাজনে দাবানল নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বন রক্ষা চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। দেশগুলো আমাজন নদী অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।

সাতটি দেশ হলো বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক এবং স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে।

কলম্বিয়ার ল্যাটিসিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে দেশগুলো পুনঃবনায়নে কাজ করতেও একমত হয়েছে।

চলতি বছর অ্যামাজনে ৮০ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পর বন সংলগ্ন দক্ষিণ আমেরিকার দেশগুলো এ সম্মেলনে বসে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে জানান, এ বৈঠক বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ আমাজন নিয়ে প্রেসিডেন্টদের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে।

অন্যদিকে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকাকা বলেছেন, কেবল শুভ ইচ্ছাই এখন আর যথেষ্ট নয়।

সম্মেলনে ৭ দেশ শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা বৃদ্ধিতে জোর দেয়ার বিষয়েও সম্মত হয়েছে।

ল্যাটিসিয়ার এ সম্মেলনে বেশিরভাগ দেশের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকলেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো ছিলেন না। পরে তিনি ভিডিও লিংকের মাধ্যমে সংযুক্ত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.