Sylhet Today 24 PRINT

নিজস্ব স্বর্ণমুদ্রা প্রচলন করেছে আইএস

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৫

নিজস্ব স্বর্ণমুদ্রার প্রচলন করেছে ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি।

ভিডিওতে সংগঠনটি জানিয়েছে, ২১-ক্যারেটের একটি এক দিনার স্বর্ণ কয়েনের ওজন ৪ দশমিক ২৫ গ্রাম। স্বর্ণের প্রচলিত দর অনুযায়ী আইএসের এক দিনারের এই মুদ্রার দাম ১৩৯ ডলার (১১ হাজার টাকা প্রায়)।

কাগজের মুদ্রার সঙ্গে তুলনা করতে গিয়ে আইএস দাবি করেছে, তাদের এ মুদ্রার মান কখনোই নিম্নমুখী হবে না।

স্বর্ণমুদ্রা ছাড়াও রৌপ্য ও তাম্র মুদ্রা প্রচলনেরও দাবি করেছে আইএস। ছোট আকারের লেনদেনে ‘ফুলুস’ নামের এই মুদ্রাগুলো ব্যবহার হবে।

ভিডিওতে দেখা যায়, আরবী ও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারা একজন আইএস জঙ্গি মসুলের অধিবাসীদের স্বর্ণমুদ্রাটি দেখাচ্ছে। ভিডিওতে মসুলের যে অধিবাসীদের দেখা যায়, ধারণা করা হচ্ছে, তারাও আইএস জঙ্গি।

মসুল দখলের এক বছরেরও বেশি সময় পর মুদ্রা প্রচলনের ঘোষণা আসলো আইএসের পক্ষ থেকে। ২০১৪ সালের জুন মাসে শহরটি দখল করে নেয় জঙ্গি সংগঠনটি। ধারণা করা হয়, দখলের পর এখানকার ব্যাংক থেকে ২৫৬ মিলিয়ন ডলার (১ হাজার ৯৯৩ কোটি টাকা) মূল্যমানের স্বর্ণ ও অর্থ লুটে নিয়েছে আইএস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.