Sylhet Today 24 PRINT

সৌদি আরবের দুই তেলক্ষেত্রে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত কোম্পানি অ্যারামকোর দুইটি তেলক্ষেত্রে ড্রোন হামলার মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শনিবার আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত ‘সৌদি অ্যারামকো ফ্যাক্টোরিস’র তেলক্ষেত্র দুইটিতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে বলে জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

তবে অগ্নিকাণ্ডে ব্যবহৃত ড্রোন কাদের ছিল বা কারা এ হামলার পেছনে রয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে অ্যারামকো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতেও রাজি হয়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে আবকাইক তেলক্ষেত্রে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে আকাশে উঠে যেতে দেখা যাচ্ছে।

আবকাইক তেলক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়। এর আগে ২০০৬ সালে আল কায়দা আবকাইক তেলক্ষেত্রে হামলা চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ’র খবরে দুই তেলক্ষেত্রের আগুন নিয়ন্ত্রণে আসার কথা বলা হয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মাঝে মধ্যেই সৌদি আরবে ড্রোন হামলা চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.