Sylhet Today 24 PRINT

ভারতে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের অন্ধ্র প্রদেশের গোদাবরী নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন স্পটের উদ্দেশ্যে ৬০ জন আরোহী নিয়ে নৌকাটি রওনা হয়েছিল

বিবিসি জানিয়েছে, পথে বড় একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

এরপর থেকে ২৭ জন আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে রাজ্যের কর্মকর্তারা বিবিসি তেলেগুকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং তারা নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

নৌকার আরোহীদের মধ্যে মাধবীলতা নামের এক নারী রক্ষা পেয়েছেন, কিন্তু তার স্বামী ও সন্তান মারা গেছেন। তিনি বলেন, আমি আমার স্বামী ও সন্তান উভয়কে হারিয়েছি। সন্তান ছাড়া আমি কীভাবে বাঁচবো।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবির ঘটনাটি ‘প্রত্যন্ত বন এলাকায়’ ঘটেছে এবং সেখানে ভালো যোগাযোগ ব্যবস্থা নেই।

পর্যটকবাহী নৌকাটি কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই যাত্রী পরিবহন করছিল বলে অন্ধ্রের পর্যটনমন্ত্রী জানিয়েছেন। ঘটনার পরপরই ওই এলাকায় সব ধরনের নৌকা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.