Sylhet Today 24 PRINT

বিশ্ববিবেক, দায় নেবে কি এ শিশু হত্যার?

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

সিরিয়ানরা যখন নিজ দেশে টিকে থাকতে পারছেন না তখন ঝুঁকিপুর্ণ জেনেও সাগর পথে পাড়ি দিয়ে শরণার্থী জীবন বেছে নিচ্ছেন তখন ঠিক সে মুহুর্তে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত নেতারা তা রুখতে আহ্বান করেছেন জরুরি বৈঠকের।

সামাজিক যোগাযোগ সাইটগুলোতে এক শিশুর ছবি তুমুল আলোড়ন ফেলেছে, যেখানে দেখা যায় একটা শিশু পড়ে আছে সাগরে। মুখটা তার মাটিতে ঠেস দেওয়া, সাগরের ঢেউ এসে আছড়ে পড়ছে তার গায়ে।

এ শিশুটি সেই ১২ সিরিয়ান শরণার্থীর একজন— যারা সমুদ্রপথে ইউরোপ আসার পথে ডুবে মারা যায়। তারা দু’টি ডিঙি নৌকায় করে গ্রিক দ্বীপ কোস-এর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। ছেলেটির মৃতদেহ তুরস্কের সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসে।

তীরে পড়ে থাকা শিশুটির মৃতদেহ এবং তার দিকে এগিয়ে আসা এক উদ্ধারকর্মীর এই ছবিটি সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তুলেছে।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক সাইটগুলোতে প্রশ্ন ওঠেছে- বিশ্ববিবেক, দায় নেবে কি এ শিশু হত্যার?

আল-জাজিরার সূত্র অনুযায়ি, লাল টি-শার্ট আর নীল প্যান্ট পরিহিত তিন বছর বয়সী আইলান কুর্দি সিরিয়ার কোবান শহরের বাসিন্দা ছিল। সাগর পাড়ি দিয়ে যাওয়ার সময়ে আরও অনেকে সঙ্গে তার ভাইও মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.