Sylhet Today 24 PRINT

সৌদিতে হামলা চালিয়ে বহু সৈন্য আটকের দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক  |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়ে বহু সৈন্য ও গাড়ি আটকের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

শনিবার এক বিবৃতিতে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ওই হামলায় ‘শত্রু সামরিক বাহিনীর তিনটি ব্রিগেডের পতন ঘটেছে’।

৭২ ঘণ্টা আগে নাজরানের কাছে হামলাটি চালানো হয় এবং হামলায় হুতিদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সমর্থন যুগিয়েছে বলে জানিয়েছেন তিনি।

কিন্তু সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব দাবি নিশ্চিত করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হুতিরা সৌদি সেনাবাহিনীর বহু কর্মকর্তা ও সৈন্যসহ ‘কয়েক হাজার’ শত্রু সৈন্য এবং কয়েক শত সাঁজোয়া যান আটক করেছে, ওই মুখপাত্র এমনটি বলেছেন বলে হুতিদের পরিচালিত আল মসিরাহ টেলিভিশন তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।

এক টুইটে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল-সালাম বলেছেন, “নিষ্ঠুর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ‘খোদার দেওয়া জয়’ ছিল সবচেয়ে বড় সামরিক অভিযান। শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে বিশাল একটি অঞ্চল মুক্ত করা হয়েছে।”

ইয়েমেনে চার বছরেরও বেশি সময় ধরে হুতিদের সঙ্গে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র মন্তব্যের জন্য রয়টার্সের করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

হুতিদের দাবিগুলো রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.