Sylhet Today 24 PRINT

৪ হাজারেরও বেশি শরণার্থী অস্ট্রিয়া পৌঁছেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

অস্ট্রিয়ার সীমান্তে পৌঁছাতে শুরু করেছে শরণার্থীরা, ইতোমধ্যে চার হাজারের বেশি শরণার্থী সেখানে পৌঁছেছেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের প্রধান রেলওয়ে স্টেশনে কয়েকদিন আটকে থাকার পর তারা অস্ট্রিয়ায় পৌঁছালেন।

শনিবারের মধ্যে এ সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার দিনের শেষে শরণার্থীদের নিয়ে প্রায় একশ’ বাসের একটি বহর অস্ট্রিয়ার সীমান্তের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করে। এছাড়া প্রায় ১২শ‘ শরণার্থী পায়ে হেঁটেই অস্ট্রিয়ার দিকে যেতে থাকেন।

এর আগে জার্মানিতে প্রবেশের জন্য শরণার্থীদের ট্রানজিট দিতে সম্মত হয় অস্ট্রিয়ার সরকার। ইউরোপীয় ইউনিয়নের আইনের বাইরে গিয়েই এসব শরণার্থীদের নিজেদের দেশে ঢুকতে দেয়ার কথা জানায় ভিয়েনা।

সম্প্রতি ইইউভুক্ত দেশগুলোতে ঢোকার ক্ষেত্রে ট্রানজিটের জন্য হাঙ্গেরিকেই বেছে নিচ্ছে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার সংঘাতকবলিত দেশগুলোর শরণার্থীরা।

চলতি বছর সার্বিয়া থেকে ১ লাখ ৪০ হাজার মানুষ হাঙ্গেরিতে প্রবেশ করে। শরণার্থীদের স্রোত ঠেকাতে বর্তমানে সার্বিয়া সীমান্তে সাড়ে এগারো ফুট দেয়াল তুলছে হাঙ্গেরি সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.