Sylhet Today 24 PRINT

দেশদ্রোহিতার অভিযোগে ৯ কাতালান নেতার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৯

২০১৭ সালে স্বাধীনতার প্রস্তাবে গণভোট আয়োজনে ভূমিকা রাখার কারণে কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের নয় নেতাকে দেশদ্রোহিতার দায়ে ৯ থেকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের সর্বোচ্চ আদালত।

সোমবার এই রায় ঘোষণার আগে কাতালুনিয়ার স্বাধীনতাকামীরা স্পেনের আইন না মানার পরিকল্পনা করছিল।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আরও তিন কাতালন নেতাকে আইনভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে তাদের কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা করা হয়েছে।

কাতালুনিয়ার ১২ জন রাজনীতিক ও আন্দোলনকারী তাদের বিরুদ্ধে আনা দেশদ্রোহিতার অভিযোগ অস্বীকার করেছেন।

বিচারে কাতালুনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ওরিয়ন জুনকেলাসকে ২৫ বছর কারাদণ্ড দেওয়ার দাবি করেছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা।

দেশদ্রোহিতা ও সরকারি তহবিলের অপব্যবহারের দায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নয়জনকে আরও গুরুতর অপরাধ বিদ্রোহের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.