Sylhet Today 24 PRINT

আসামে বন্যায় নিহত ৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে বন্যায় ২০টি জেলার অন্ততপক্ষে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গত কয়েকদিনের বন্যায় মারা গেছে ৩০ জনের বেশি মানুষ।

বন্যায় শুধু সাধারণ মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফর জওয়ানরাও। রাজ্যের বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ধুবরি জেলায় জওয়ানদের শিবিরগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। ফলে তাদের টহল দিতে বেশ কষ্ট হচ্ছে।

এদিকে বন্যার্তদের সহায়তার জন্য গোটা রাজ্য জুড়ে তিনশ’র মত ত্রাণ শিবির খুলেছে আসাম সরকার। বন্যায় আক্রান্ত লোকজনের মধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতাও চালিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয়রা আশা করছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি উন্নত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.