Sylhet Today 24 PRINT

কুকুরের মাথায়ও হেলমেট

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৯

হেলমেট না পরার জরিমানা ১০০ টাকা থেকে ১ হাজার টাকা করার পর থেকে ভারতের দিল্লির রাস্তায় কেবল মানুষ নয় কুকুরকেও হেলমেট পরিয়ে মোটরসাইকেলে তুলছে মানুষ।

গত সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কার্যকর হয়েছে সংশোধিত মোটরযান আইনের ৬৩টি বিধি। সংশোধিত এই আইনে হেলমেট না পরার জরিমানা এই হার নির্ধারণ করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলমেট পরা বাইক আরোহী সেই কুকুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। ছবিটি অবশ্য নতুন নয়, আইন সংশোধনের পরপরই গত সেপ্টেম্বরে ছবিটি তোলা হয়। ছবিটিতে দেখা গেছে, এক মোটরসাইকেলচালকের পেছনে আরোহী হিসেবে বসে আছে একটি কুকুর। চালকের মাথায় তো বটেই, কুকুরটির মাথায়ও আছে একটি হেলমেট।

ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই দারুণ সাড়া ফেলেছে। বেশির ভাগই ছবিটির প্রশংসা করে টুইটারে টুইট করেছেন।

জনগণের ট্রাফিক আইন না মানার প্রবণতা সব সময়ই দিল্লি পুলিশের জন্য বড় মাথাব্যথার বিষয় ছিল। কিন্তু সংশোধিত আইন পাসের পর সেই হার অনেকটাই কমে এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের সেপ্টেম্বরে আইন অমান্য করার হার প্রায় ৬৬ শতাংশ কমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.