Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৯

আর্জেন্টিনায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা আলবার্তো ফার্নান্দেজ। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

৪৭ শতাংশ ভোট পেয়ে ফার্নান্দেজ প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর তার প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী ম্যাক্রি পান ৪০ শতাংশ ভোট।

গভীর অর্থনৈতিক সঙ্কটে পড়া আর্জেন্টিনার জনসংখ্যার এক-তৃতীয়াংশ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। দেশটির চলমান এই অর্থনৈতিক সংকট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমানে দেশটির প্রতি তিনজন মানুষের মধ্যে একজন দরিদ্র। আর এ জন্য সাধারণ জনগণ আগের প্রেসিডেন্টকে দায়ী করেছেন।

ওই রাতেই পরাজয় মেনে নিয়ে ফার্নান্দেজকে অভিনন্দন জানান মাক্রি। নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার জন্য ফার্নান্দেজকে সোমবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি।

নির্বাচনের ফলাফল ‍উদযাপন করতে রাতেই ফার্নান্দেজের নির্বাচনী সদরদপ্তরের সামনে বহু লোক জড়ো হয়। ফার্নান্দেজ প্রেসিডেন্ট হওয়ায় আজেন্টিনা নতুন যুগে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.