Sylhet Today 24 PRINT

কাশ্মিরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার একটি গভীর খাদে পড়ে গেলে তাদের মৃত্যু হয়।

আরও বলা হয়েছে, কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শহরের ২৪১ কিলোমিটার দক্ষিণে দোদা জেলার মারমিত গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।

জম্মুর পুলিশ কন্ট্রোলরুমের একজন কর্মকর্তা বার্তা সংস্থা শিনহুয়াকে বলেছেন, যাত্রীবাহী একটি বাসটি পার্বত্য রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে মর্মান্তিকভাবে ১৬ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ড্রাইভারসহ ১২ জন ঘটনাস্থলেই মারা যায়। অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজে সহায়তা করতে পুলিশে টিম সেখানে ছুটে যায়।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, স্থানীয়দের সহায়তায় বাসটির ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তারা আরও জানিয়েছে, ভিকটিমদের সবাই স্থানীয় ব্যক্তি। তারা জেলার পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য ওই গাড়ি চড়েন।

উল্লেখ্য, ভারতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সাধারণ অতিরিক্ত যাত্রীবহন, বাজে রাস্তাঘাট ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.