Sylhet Today 24 PRINT

পুরো ভারতের সঙ্গে আসামেও ফের নাগরিকপঞ্জি

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৯

নতুন করে নাগরিকপঞ্জি (এনআরসি) চালুর কথা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসামসহ সব রাজ্যে একযোগে এনআরসি চালু হওয়ার কথা জানান তিনি। এতে আসামের বর্তমান নাগরিকপঞ্জি বাতিল হতে যাচ্ছে।  

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, একটি নির্দিষ্ট দিনকে ধরে তার ভিত্তিতে দেশের সব রাজ্যে তালিকা তৈরি হবে।

তবে কোন বছরের কোন তারিখের ভিত্তিতে ওই কাজ শুরু হবে তা এখনও ঠিক হয়নি। তবে ১৯৭১ সালের ২৪ মার্চ ভিত্তিবর্ষ হচ্ছে না বলে জানা গেছে।

সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। তাদের দাবি, আসামে ১৯ লাখ বিদেশি নাগরিক রয়েছে বলে ধারণা রয়েছে তা বাস্তব সংখ্যার চেয়ে কম।

বিষয়টিকে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানালেও, উদ্বেগ বিরোধীদের মাঝে। বিরোধীরা বলছেন, এনআরসিতে হিন্দুরা বাদ যাচ্ছেন বলে যে প্রচার হয়েছে, তা ঠেকাতেই এ পদক্ষেপ মোদি-অমিতের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.