Sylhet Today 24 PRINT

নিলামে ডায়ানার পোশাক

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৯

মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যান এবং ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যানের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়ে হলিউড অভিনেতা জন ট্র্যাভোল্টার সঙ্গে নেচেছিলেন ব্রিটিশ প্রিন্সেস ডায়ানা। ১৯৮৫ সালের নভেম্বরে আয়োজিত সেই অনুষ্ঠানে ডায়ানার পরিধেয় পোশাকটি শীঘ্রই নিলামে উঠছে।

সেখানে জন ট্র্যাভোল্ট পরেছিলেন কালো স্যুট আর ডায়ানার পরিধানে ছিল নীল রঙের মখমলের গাউন। ডায়ানার সেই পোশাকটির নাম দেওয়া হয়েছিল জন ট্র্যাভোল্টের নামেই। পোশাকটির ডিজাইনার ছিলেন ভিক্টর এডেলস্টাইন। এর সঙ্গে নীলকান্তমণি এবং মুক্তা খচিত গলার হার ডায়ানাকে রাজকন্যা রূপেই ফুটিয়ে তুলেছিলো।

সম্প্রতি, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের নিলামকারী কেরি টেলর ডায়ানার তিনটি বিশেষ পোশাকের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে এই পোশাকটি ছাড়াও রয়েছে বিয়ের পোশাক এবং যেদিন প্রিন্স চার্লস তার স্ত্রী ডায়ানার বিশ্বাসঘাতকতার কথা সবার সামনে আনেন সেদিন ডায়ানার পরিহিত পোশাকটি।

আগামী ৯ ডিসেম্বর নীল রঙের মখমলের সেই গাউনটি নিলাম তুলবে কেরি টেলর। প্রতিবেদনে আরও বলা হয়, পোশাকটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে সাড়ে তিন লাখ পাউন্ড।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মৃত্যুর মাত্র দুই মাস আগে দাতব্য কাজে ডায়ানা তার গাউনটি নিলামে বিক্রির জন্য দান করেছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.