Sylhet Today 24 PRINT

এক জিম্মিকে হত্যার দাবি, জাপানের প্রধানমন্ত্রীর ক্ষোভ

জিম্মি জাপানি নাগরিক হারুনা ইয়াকুয়াকে হত্যার কথা জানিয়ে ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা, যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২৫ জানুয়ারী, ২০১৫

আইএস জঙ্গিদের হাতে জিম্মি জাপানি সাংবাদিক কেনজি গোতোকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আইএস এর ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

এ দুই জাপানিকে জিম্মি করার কথা জানিয়ে গত মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে আইএস, যাতে বলা হয়, ৭২ ঘন্টার মধ্যে জাপান সরকার ২০ কোটি ডলার মুক্তিপণ না দিলে তাদের দুই নাগরিককে হত্যা করা হবে।

 

কেনজি গোতো

কেনজি গোতো

তবে এখন টাকার বদলে আইএস বন্দি বিনিময়ের দাবি জানাচ্ছে। কেনজি গোতোর মুক্তির বদলে তারা জর্ডানে আটক ইরাকি জঙ্গি সাজিদ আল রিশাবিকে চাইছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ ভিডিও প্রকাশিত হওয়ার পর জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে বলেছেন, তার দেশ সন্ত্রাসীদের কাছে মাথা নোয়াবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এর নিন্দা জানিয়ে জাপানের পাশে থাকার কথা জানিয়েছেন। 

গত অগাস্টে ৪২ বছর বয়সী নিরাপত্তা বিশেষজ্ঞ হারুনা ইয়াকুয়াকে সিরিয়া থেকে অপহরণ করে আই এস জঙ্গিরা। তাকে মুক্ত করতে অক্টোবরে সিরিয়ায় গিয়ে জিম্মি হন জাপানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা কেনজি গোতো (৪৭)। 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.