Sylhet Today 24 PRINT

কাশ্মিরে তুষার ধসে ভারতীয় সেনা নিহত, নিখোঁজ ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারায় তুষার ধসে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন ভারতীয় সেনা।

মঙ্গলবার রাতে কাশ্মিরের কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরে আছড়ে পড়ে তুষার ধস। এতে বেশ কয়েকজন সেনা সদস্য চাপা পড়েন। ঘটনার পরই তল্লাশি শুরু করে উদ্ধারকারী দল। পরে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তিন সেনা সদস্য। খবর জিনিউজের।

অন্যদিকে, বুধবার সকালে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও এদিন আছড়ে তুষার ধস নামে। আশঙ্কা করা হচ্ছে সেই তুষার ধসেও বেম কয়েকজন সেনা সদস্য আটকে রয়েছেন।

উল্লেখ্য, ৩০ নভেম্বর দক্ষিণ সিয়াচেনে টহলরত জওয়ানের ওপরে আছড়ে পড়ে তুষার ধস। ওই ধসে চাপা পড়ে মৃত্যু হয় ২ সেনার। ১৮ হাজার ফুট উচ্চতায় সিয়াচেনের ওই জায়গায় তুষার ধসে আহত হন আরও কয়েকজন সেনা সদস্য।

অন্যদিকে, গত ১৯ নভেম্বর সিয়াচেনেই তুষার ধসের কবলে পড়ে ভারতীয় সেনা সদস্যদের একটি টহলদারি দল। এতে ৪ জনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.