Sylhet Today 24 PRINT

নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাতে ৫ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে এক আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় সেখানে আটকা পড়া অন্তত পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিউ জিল্যান্ড পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

এ সময় দূর থেকে ধোঁয়া ও ছাই উদগিরন হতে দেখা যায়। অগ্ন্যুৎপাতের কয়েক মুহূর্ত আগেই পর্যটকদের হোয়াইট আইল্যান্ডের ওই আগ্নেয়গিরি গর্তের ভেতর হাঁটতে দেখা গেছে।

প্রায় শতাধিক লোক সেখানে ছিলেন। অনেকে বের হয়ে আসতে পারলেও আটকা পড়েছেন অর্ধশতাধিক পর্যটক।

নিউ জিল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এ পর্যন্ত ২৩ জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করা হয়েছে। এখনও কিছু পর্যটক আটকা রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ড দেশটির উত্তর দ্বীপের উপকূলে অবস্থিত। হোয়াইট আইল্যান্ড নিউ জিল্যান্ডের সবচেয়ে আগ্নেয়গিরি প্রবণ এলাকা। আগ্নেয়গিরির ঝুঁকি সত্ত্বেও এই এলাকাটি পর্যটকদের প্রিয় একটি গন্তব্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.